নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে প্রতিপক্ষের হামলায় মনিরুজ্জামান শরীফ আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরীর শাহমখদুম থানা বিএনপির সভাপতি। রোববার বেলা সোয়া ১১টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ছোটবনগ্রাম ক্লাবের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,
রোববার সকালে বিএনপি নোতকর্মীরা কাজ করছিলো। এ সময় ছাত্রলীগের কিছু কর্মী সেখানে ঢিল ছুঁড়ে মারে। বিএনপির শাহমখদুম থানা সভাপতি শরীফ তাদের বাধা দেয়। বাধা দিলে ছাত্রলীগের কর্মীরা তার মাথায় কাঠের চলা দিয়ে আঘাত করে। এতে তিনি আহত হয়। পরে তাকে আহতবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০