নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে প্রচণ্ড গতিতে ঝড় ও বৃষ্টি হয়েছে। এতে গাছের ডালপালা ভেঙ্গে গেছে ও টিনের বাড়ি ঘর উড়ে গেছে। ঝড় শুরু হওয়ার সময় থেকে রাজশাহীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। চলতি মৌসুমে এ ঝড়েই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টা থেকে পৌনে ১১টা পযন্ত ঝড় ও বৃষ্টি হয়।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিক থেকে রাজশাহী মহানগরীর আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। রাত পৌনে ১০টার দিকে হালকা বৃষ্টি ও বাতাস শুরু হয়। রাত ১০টার দিক থেকে প্রচন্ড বেগে ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাতায়াতকারী পথচারীরা নিরাপদ আশ্রয়ে ছুটে যায়। অনেকে আবার ভিজে যায়। এ সময় নগরীর অনেক গাছপালার ডাল ভেঙ্গে যায়। ঝড় শুরু হওয়ার আগেই নগরজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। অন্ধকারে ঢেকে যায় নগরী। অন্ধকারের নগরীতে পরিণত হয় রাজশাহী।
এ সময় ঘন ঘন আকাশে বজ্রপাত চমকাচ্ছিলো। প্রচুর বৃষ্টিপাতে রাস্তা ও পাড়া-মহল্লার ড্রেনে জলাবদ্ধতা দেখা দেয়। বাড়ির টিন উড়ে চলে গেছে। প্রায় ঘন্টাখানে বৃষ্টি ও ঝড় চলার পরে রাত পৌনে ১১টার দিকে থেমে যায়। তবে ঝড় কমলেও বৃষ্টি প্রায় রাত ১১টা পযন্ত চলে। তবে এ সময়ের মধ্যে পথচারীরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে বের হয়। গাছের ডালপালা ও বাড়িঘর উড়ে যাওয়ার খবর পাওয়া গেলেও বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার রাতে ২৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। ঝড়ের সাথে বজ্রপাতও হয়। বৃষ্টির পরিমাণ এখনো মাপা হয়নি বলে তারা জানায়। এ সংবাদ লেখা পযন্ত রাজশাহীতে বৃষ্টি থামলেও আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিলো।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০