নিজস্ব প্রতিবেদক :
শক্তিশালী ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দুইদিন বৃষ্টি নামার পর থেকে আবার রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় তাপদাহ পড়া শুরু করেছে। রমজান মাসে প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন। রোজা অবস্থায় প্রচ- তাপের মধ্যে অতিষ্ঠ হয়ে পড়ছেন মানুষ।দেশের অন্যান্য জেলার থেকে রাজশাহীতে তাপ বেশি পড়ে। সূর্যের প্রখর রোদ ও তাপদাহে মানুষজন বাইরে বের হতে পারছেন। সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথেই তাপদাহ বাড়ছে। বিশেষ করে সকাল ১০টার পর
বাইরে থাকায় দায় হয়ে পড়েছে মানুষজনের। কর্মজীবী ও দিনমজুরদের আরো বেশি কষ্ট পোহাতে হচ্ছে। কারণ রোদের মধ্যে বেশি সময় তারা মাঠে থাকতে পারছেন না। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ০৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ ও সন্ধ্যা ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৬৬ শতাংশ। আরো কয়েকদিন এ তাপদাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০