সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীতে ঠিকাদার কর্তৃক লাঞ্ছিত প্রকৌশলী দেলওয়ার হোসেন কে দেখতে আসেন বাংলাদেশ পিডবিউটি ডিপ্লোমা প্রকৌশল পরিষদের (বাপিডিপ্রকৌস) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গত শনিবার ঢাকা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে আসেন নেতারা। এ সময় কেন্দ্রীয় সম্পাদক আমিনুল ইসলাম বলেন, দেলওয়ার হোসেনের উপর হামলাকারী ঠিকাদারের সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন। কেন্দ্রীয় নেতারা
বলেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব বিষয়টি পর্যবেক্ষণে রেখেছেন। খুব শিঘ্রই হামলাকারি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভ‚ক্ত করা হবে বলে মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি রায়হান মিয়া, সহ-সভাপতি (রাজশাহী) আয়াতুল্লাহ, কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ইউনুছ। এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী গণপূর্তের প্রকৌশলী কামরুজ্জামান ও হাবিবুর রহমান প্রমুখ।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০