নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে প্রকাশ্য অটোরিক্সা থামিয়ে যাত্রীর কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের সাথে জড়িত ৫ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। ছিনতাই হওয়া ১ লাখ ৫১ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিনভর সিসিটিভি ফুটেজ থেকে ছিনতাইকারীদের সনাক্ত তাদের বিভিন্ন স্থান থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো, রাজশাহীর সোহরাবের
ছেলে ফজলে রাব্বি (২৪), শাহজাহানের ছেলে উজ্জ্বল ওরফে কটা (২৩), মুনসুরের ছেলে রিয়াজ (২৬), শুকুর আলীর ছেলে জীবন ওরফে রাজু (২৪) ও মমসাদের ছেলে মিঠু (২৮)। মিঠু ছাড়া আটক প্রত্যেকের নামে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, গত ২৪ আগস্ট একব্যক্তি টাকা নিয়ে অটোরিক্সায় যাচ্ছিলেন। পথে তিনি শালবাগান পার হয়ে পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় পৌঁছালে ৫ জন অটো থামিয়ে ওই ব্যক্তিকে মারধর করে ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে চলে যায়। পরে তিনি পুলিশের কাছে অভিযোগ
করলে সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের সনাক্ত করে তাদের গ্রেফতার করতে মাঠে নামে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিনভর অভিযান চালিয়ে তাদের টাকা ভাগাভাগির সময় আটক করে। ছিনতাই হওয়া ১ লাখ ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০