নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে পৌঁছেছে নির্বাচনী ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জামাদী। রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কমিশনার মো. ফরিদুল ইসলাম জানান, ব্যালট বাক্সসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম চলে এসেছে। এখন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ভোটগ্রহণ কর্মকর্তাসহ অন্যান্য কাজ চলছে। এছাড়া আরো কিছু সরঞ্জাম নিয়ে আসা হচ্ছে। এদিকে ভোটকে কেন্দ্র করে এরই মধ্যে ভোটারের তালিকাও চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে ভোটকেন্দ্র তালিকারও গেজেট প্রকাশ করা হয়েছে।
নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা এসএম আব্দুল কাদের জানান, নির্বাচনী ভোটকেন্দ্র ও ভোটার তালিকা আমরা ইতোমধ্যে পেয়ে গেছি। এবার ভোটকেন্দ্র রয়েছে ৬৯৫টি। সকল প্রস্তুতি শেষ করার কাজ চলছে। ভোটারদের অর্ধেকই নারী। সেজন্য ভোটকেন্দ্রে নারীদের স্বতফূর্ত উপস্থিতি বাড়ানোসহ তারা যাতে নিরাপদে ভোট দিতে পারেন সেজন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে কমিশন। রাজশাহীর ছয়টি আসনে এবার ভোটার সংখ্যা ১৯ লাখ ৪২ হাজার ৩০৯ জন। এর মধ্যে নারী ভোটার ৯ লাখ ৭৪ হাজার ৬৯৫ জন।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০