নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে পেঁয়াজের পাইকারি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর মাস্টারপাড়ায় অবস্থিত পিয়াজের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান চালায়। সম্প্রাতি ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর হঠাৎ করেই একদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বাড়ে ৪০ থেকে ৫০ টাকা। ভারতের পেঁয়াজ দেশে ঢুকবেনা এ খবর পেয়েই ব্যবসায়ীরা মনগড়াভাবে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে জেলা প্রশাসন বাজার নিয়ন্ত্রণে এ ভ্রাম্যমাণ আদালত চালায়। যাতে কেউ সিন্ডিকেট করে
পেঁয়াজের দাম না বাড়াতে পারে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রাজশাহীতে বিপুল পরিমাণ পেঁয়াজ মজুদ আছে। কৃত্রিম সংকট তৈরি করে আমদানিকারকরা বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করছে। এ কারণে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন পাইকারি বিক্রতারা। যাতে ব্যবসায়ীরা দাম না বাড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে সেজন্য অভিযান করা হচ্ছে। ব্যবসায়ীদের এ ব্যাপারে সতর্ক করা হচ্ছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০