নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, মোটরসাইকেল চালক ওমর আলী (৩৭) ও ট্রাক চালক কুতুব আলী (৩২)। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালে নগরীর বেলপুকুর ও পুঠিয়া উপচেলার বানেশ^রে এ ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার সকাল ৬টার দিকে মোটরসাইকেল চালক ওমর আলী যাচ্ছিলেন। পথে তিনি পুঠিয়ার বেলপুকুর পৌঁছালে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা
গ্রহণ করা হবে। এদিকে, রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ^রে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিয়ে কুতুব আলী নামের এক চালক নিহত হয়েছেন। তিনি চারঘাট থানার মুক্তারপুর ওমেদ আলীর ছেলে। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ শাকিল উদ্দিন জানান, ট্রাক চালক কুতুব চারঘাট থেকে বালি নিয়ে বানেশ^রের দিকে যাচ্ছিলো। পথে বানেশ^রের কলাহটি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক মারা যায়। এ ঘটনার আরো ৫ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০