নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন ও রেঞ্জের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। কর্তব্যরত অবস্থায় যেসব পুলিশ সদস্য মারা গেছেন তাদের স্মরণে এ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা পুলিশ লাইন মাঠে এ ডে পালিত হয়। এতে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জ ডিআইজি এম খুরশীদ হোসেন, আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার বিপিএম, র্যাব-৫
এর অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুল আলম, রাজশাহী জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ, আরএমপির ডিসি হেডকোয়ার্টার তানভীর হায়দার চৌধুরী, ডিসি বোয়ালিয়া আমির জাফরসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় ও তাদের শ্রদ্ধা জানানো হয়। পরে নিহত পুলিশ সদস্যদের স্বজনদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
খবর ২৪ ঘণ্টা/আরএস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০