নিজস্ব প্রতিবেদক : পহেলা মার্চ রাজশাহী মহানগরীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জ পুলিশের আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ‘পুলিশ মেমোরিয়াল ডে’। দিবসটিতে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদেরকে। এ দিবসকে কেন্দ্র করে রাজশাহী পুলিশ লাইন্সের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং ১ মিনিট নীরবতা পালন করা হয়। এর পর নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে আরএমপি’র পুলিশ লাইন্স কনফারেন্স রুমে পুলিশ
কমিশনার হুমায়ুন কবির বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জ ডিআইজি এ একে এম হাফিজ আক্তার বিপিএম (বার), র্যাব-৫ এর অধিনায়ক জনাব মাহফুজুর রহমান, বিপিএম, অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, পিপিএম-সেবা, সিআইডির বিশেষ পুলিশ সুপার শাহারিয়ার রহমান, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন, ডিসি সদর রশীদুল হাসান।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০