নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ইয়াবাসহ আজিজা (৪০) নামের এক নারী মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে পুলিশ। পুলিশ মাদক ব্যবসায়ী আজিজাকে আটকের পর ভ্যানে তুলে নিলে সে নারী পুলিশ কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ নিরুপায় হয়ে তাকে ধরতে পায়ে গুলি করে। এতে সে আহত হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আটক নারী মাদক ব্যবসায়ী নগরীর হড়গ্রাম পূর্ব পাড়া এলাকার রিকুর স্ত্রী। তার নামে থানায় ৮/১০ টি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নগরীর হড়গ্রাম পূর্ব পাড়া এলাকায় নারী মাদক সম্রাজ্ঞী আজিজাকে ধরতে বুধবার রাত পৌণে ৯টার দিকে ওসি রবিউল ইসলামের নের্তৃত্বে অভিযান চালায়। পুলিশ আজিজাকে তার বাড়ি থেকে ৬০ পিস ইয়াবাসহ ধরে পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে যাচ্ছিল। এরপর সে নারী কন্সটেবলকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তার পায়ে গুলি করে তাকে আবার গ্রেফতার করে। পরে তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কাশিয়াঙ্গা থানার ওসি রবিউল ইসলাম বলেন, তার নামে থানায় ৮/১০টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে। ইয়াবাসহ আটকের পর ভ্যানে তুললে সে নারী কন্সটেবলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার পায়ে গুলি করে তাকে ধরা হয়। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০