আজ শুক্রবার বিকেল ৪টার দিকে পুলিশ লাইন্স মাঠে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ কাবাডি রাজশাহী আঞ্চলিক পর্ব ২০২১ প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। সভাপত্বিত্ব করেন, রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম
(বার)। এ সময় পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ ও ফোর্সগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে চতুর্থ এপিবিএন বগুড়া টিম ও আরএমপি টিম মুখোমুখি হয়। ফাইনাল খেলায় চতুর্থ এপিবিএন বগুড়া টিম আরএমপিকে হারিয়ে জয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন টিম ও রানার আপ টিমের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, এই প্রতিযোগীতায় মোট ৯ টি টিম অংশগ্রহণ করে। চলতি মাসে ৭ তারিখ এ প্রতিযোগিতা শুরু হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০