নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় ব্লক রেইড চালিয়েছে পুলিশ। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্লক রেইড চালায় পুলিশ। ব্লক রেইড চলাকালে ৬ জন কে আটক করা হয়।
জানা গেছে, পুলিশের বিপুল সংখ্যক সদস্য শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালায়। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তল্লাশী চালায়। এ সময় সাধারণ জনগণের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ব্লক রেইড চলাকালে ৬ জন কে আটক করা হয়।
ব্লক রেইডে উপস্থিত ছিলেন, আরএপির অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, শাহমখদুম জোনের ডিসি হেমায়েতুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম।
খবর ২৪ ঘন্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০