নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজশাহী পুলিশ লাইনে প্রধান অতিথি থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইজিপি’র সহধর্মিনী হাবিবা জাভেদ, রাজশাহী রেঞ্জ ডিআইজি এম খুরশীদ হোসেন, বিপিএম-বার, পিপিএম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার), রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি
(প্রশাসন ও অর্থ), মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অপারেশন), নিশারুল আরিফ, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বিপিএম, আরএমপির ডিসি হেডকোয়ার্টার তানভীর হায়দার চৌধুরী, ডিসি বোয়ালিয়া আমির জাফর, ডিসি শাহমখদুম হেমায়েত উল্লাহ, ডিসি ট্রাফিক অনির্বান চাকমা, রাজশাহী রেঞ্জের সহধর্মিনী দিলরুবা খুরশীদ, আরএমপি কমিশনারের সহধর্মিনী জীবন নাহার ও জেলা পুলিশ সুপারের সহধর্মিনী ফারজানা জেসি, আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা মতিউর রহমান ও জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান প্রমূখ। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)
বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, রাজশাহী একটি শান্তির শহর। শিক্ষানগরী হিসেবে পরিচিত। আরএমপি ও জেলার আয়োজনের সুন্দর মনোমুগ্ধকর খেলা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীতে আমি এক সময় দায়িত্ব পালন করেছি। এ জন্য রাজশাহী আসলে ভালো লাগে। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। উল্লেখ্য, বার্ষিক পুলিশ সমাবেশের প্রথম পর্যায়ে মনোরম প্যারেড প্রর্দশন করেন আরএমপি ও জেলা পুলিশের প্যারেড দল।
খবর ২৪ ঘণ্টা/আরএস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০