নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে মাদক কারবারিদের হামলার ঘটনায় চন্দ্রিমা থানার এএসআইসহ দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মাদক ব্যবসায়ী আব্দুল মতিন ও মনিরুল। তাদের বাড়ি নগরীর খড়খড়ি বাইপাস এলাকায়। এ ঘটনায় চন্দ্রিমা থানার এসআই ফারুক বাদী হয়ে এজাহার নামীয় ৫ জন ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে থানায় মামলা করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে মতিনের নামে মাদকসহ আরো ৪টি মামলা রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ রানা বলেন,
পুলিশের উপর হামলার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এজাহার নামীয়সহ ৯/১০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঘটনাস্থল থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত সোমবার বেলা পৌনে ২টার দিকে রাজশাহী মহানগরীর খড়খড়ি বাইপাস এলাকায় অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলায় চন্দ্রিমা থানার এএসআই আবদুল সবুর (৩১) ও কনস্টেবল শাহানুর আলম (৩২) আহত হন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০