নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১২৮ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে নগর পুলিশের অভিযানে আটক ৮৪ জনের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২৪ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ৪ জন, মতিহার থানা ১৮ জন, কাটাখালী থানা ১, বেলপুকুর থানা ৩, শাহমখদুম থানা ২, এয়ারপোর্ট থানা ২ পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ৫ জন, কর্ণহার থানা ৬, দামকুড়া থানা ১ ও ডিবি পুলিশ ১২ জনকে আটক করে। যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, রাজশাহী জেলা পুলিশের
নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৪৪ জনকে আটক করা হয়েছে। জেলার ৮টি থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানান। এ ছাড়াও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আরো জানানো হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০