নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে ডাকা প্রতিবাদ সমাবেশ আজ শনিবারও পুলিশের ব্যারিকেডের মধ্যেই করেছে বিএনপি। শনিবার দুপুরে নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিনের মতো শনিবারও বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। আর পুলিশ তাদের চারেদিক থেকে ঘিরে রেখেছে। পুলিশের ব্যারিকেডের মধ্যেই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন, রাসিকের সাবেক মেয়র ও এমপি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। আরো উপস্থিত ছিলেন, নগর বিএনপির সভাপতি ও রাসিক মেয়র মোহাম্মদমোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন।
প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা খালেদা জিয়া ও তারেক রহমানের রায় বাতিলের দাবি জানান ও এর তীব্র প্রতিবাদ জানান। গ্রেফতারকৃত দলীয় নেতাকর্মীদেরও নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে দলীয় প্রত্যেকটা কর্মসূচী পালনে নগর বিএনপির নেতাকর্মীরা মালোপাড়ার বাইরে যায়নি। তারা প্রত্যেকটা কর্মসূচী পুলিশের নির্ধারিত জায়গার মধ্যে করে আসছে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০