নিজস্ব প্রতিবেদক :
পুলিশি বাধায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ প- হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর মালোপাড়ায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় থেকে নগর যুবদল এক বিক্ষোভ বের করার চেষ্টা করে। কিন্ত সাথে সাথে বিক্ষোভটি পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশ যুবদলের নেতাকর্মীদের মিছিল করতে দেয়নি। পুলিশি বাধার মুখে পড়ে মিছিলটি দলীয় কার্যালয় থেকে সামান্য ভুবন মোহন
পার্কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র প্রতিবাদ ও দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। মামলায় দলীয় চেয়ারপার্সকে হয়রাণি করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়। বিক্ষোভ মিছিলে রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শুরু ও সংক্ষিপ্ত সমাবেশ চলাকালে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
খবর ২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০