নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে আরএমপি পুলিশ লাইনে বৃক্ষরোপণ কর্মসূচী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত আরএমপি পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম এর সহধর্মীনী জীবুন নাহার। এছাড়া আরএমপির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সহধর্মীনীসহ নারী পুলিশ সদস্যবৃন্দ।
বৃক্ষরোপনের কর্মসূচী হিসেবে পুলিশ লাইনে ১০০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়। মতবিনিময় সভায় আরএমপি পুনাকের চলমান কর্মসূচীকে কিভাবে আরো গতিশীল করা যায় এ বিষয়ে প্রধান অতিথি দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া পুলিশ পরিবারের সদস্যদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের বিষয়ে পরামর্শ প্রদান করেন।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০