নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বাগানপাড়া এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে আনার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত আনারের ছোট ভাই লালন জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি বাগানপাড়া রামকৃষœ পুকুরে নামের গোসল করতে যান। গোসল করতে নেমে তিনি পানি থেকে উঠতে পারেন নি। রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরে খবর দেয়া হলে সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে ডুবুরী আব্দুর রাজ্জাক ও ডুবুরী রিপনের সহযোগীতায় ডুবুরী জুয়েল আনারকে উদ্ধার করে। পরে তার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০