রাজশাহী মহানগরীতে পিস্তল, গুলি, ম্যাগজিন, পাইপগানসহ ফজলু খাঁ (৪৫) নামের অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি নগরীর বেলপুকুর ভড়–য়াপাড়া মৃত তাহের খাঁর ছেলে। গত মঙ্গলবার (২৯ জুন) নগরের এয়ারপোর্ট থানাধীন তকিপুর থেকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন তকিপুর পালপাড়াস্থ এলাকায় অভিযান চালিয়ে ১ টি লোহার তৈরী পিস্তল, ২ টি পাইপগান, ১ টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলিসহ ফজলু খাঁকে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০