রাজশাহী মহানগরীতে ৪০ কেজি গাঁজাসহ সবুজ (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার চিখটিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন আমচত্তরস্থ রাজশাহী বিজ্ঞান স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন আমচত্তরস্থ রাজশাহী বিজ্ঞান স্কুলের পশ্চিম দিক সংলগ্ন এলাকায় কিছু ব্যক্তি পিকাপের খালী ক্যারেটের আড়ালে গাঁজাসহ অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাবের ওই দলটি আমচত্তরস্থ রাজশাহী বিজ্ঞান স্কুলের পশ্চিম দিক সংলগ্ন মেসার্স ভাই ভাই ভলকানাইজিং এর সামনে পৌঁছা মাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি পিকআপের দরজা খুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পিকাপের হেলপারকে আটক করা হয়। চালক পালিয়ে যেতে সক্ষম হয়। তার বাড়িও কুমিল্লা জেলায়। সে কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার উলুনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সোহাগ (২১)। পরে আটক হেলপারের দেখানো মতে সিঙ্গেল কেবিন পিকআপের পিছনের বডি হইতে ৮৬টি খালি ক্যারেটের আড়ালে অভিনব কায়দায় ৪টি ক্যারেটের মধ্যে লুকিয়ে লাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক গাঁজার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে এবং পলাতক আসামী পরস্পর যোগসাজসে উক্ত মাদকদ্রব্য গাঁজা বিশেষ কায়দায় কুমিল্লা জেলা থেকে এনে রাজশাহী মহানগরীর অজ্ঞাতনামা ব্যক্তির কাছে বিক্রির জন্য গাঁজাগুলো নিয়ে এসেছিল। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০