রাজশাহী মহানগরীতে পিকনিকের সময় মাদক ক্রয়-বিক্রয়ের সময় স্বামী স্ত্রীসহ মোট চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া এলাকায় পিকনিক হচ্ছে সেখানে মাদক ক্রয়-বিক্রয় করছে। তারপর ডিবির টিমটি দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর কাশিয়াডঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া গ্রামের মোঃ আকাশ ওরফে আক্কার স্ত্রী মোসাঃ কাকুলী (২০) ও একই গ্রামের মৃত সালাম শেখ এর ছেলে আবুল হোসেন (৪৫)কে আটক করে এবং ঘটনাস্থল হতে একজন পালিয়ে যায়।
আসামীদের হেফাজত হতে ৫৭ গ্রাম হেরোইন ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
অপর আরেকটি ঘটনায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অন্য একটি গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া রাজশাহী কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করে।
আটককৃতরা হলো, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া গ্রামের আঃ মজিদের ছেলে মাসুদ রানা (৩২) ও তার স্ত্রী মোসাঃ ফিরোজা বেগম (২৫) গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০