নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসা দুই ভাই দালাল কর্তৃক মারধরের শিকার হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুই ভুক্তভোগীকে থানায় নিয়ে গেছে পুলিশ। দালাল কর্তৃক মারধরের শিকার হওয়া মিজানুর রহমান অভিযোগ করে জানান, পাসপোর্ট করার জন্য তারা কয়েকদিন ধরে রাজশাহী পাসপোর্ট অফিসে ঘুরছেন। পাসপোর্ট অফিসের ছানা নামের এক দালাল ৭০০ টাকায় তাকে কাজ করে দিতে চায়। এরপর থেকে দালাল মিজানুরের থেকে ৭০০ টাকা নেয়। কিন্ত মিজান নিজেই নিজের কাজ করতে পারার কারণে দালালের কাছ থেকে টাকা ফেরত চাইলে ছানাসহ কয়েকজন দালাল মিজানুর ও তার ছোট ভাই লিমনকে
মারধর করে। এ সময় মিজানুর দু’শ টাকা রেখে ৫০০ টাকার ফেরত দেওয়ার প্রস্তাব করলে তাকে আবার মারধর করা হয়। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দালাল ছানাকে আটক করে। এ সময় স্থানীয় কালু নামের এক ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে পুলিশের কাছ থেকে দালাল ছানাকে ছাড়িয়ে নেয়। এরপর পুলিশ মিজান ও তার ভাইকে থানায় নিয়ে যায়। তবে পুলিশের কাছ থেকে আসামী ছাড়িয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে চন্দ্রিমা থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে। ওই সময় কে দালাল আর কে কি তা বোঝা যায়নি। ভুক্তভোগীদের থানায় নিয়ে আসা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০