নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর অদূরে বেলপুকুর এলাকায় সেফটি পাথরের টাক থেকে ৪৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মেহেরপুর উপজেলা সদরের চাদবলি গ্রামের ছেলে শাহীন রেজা (৪৫), একই উপজেলার মল্লিক পাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আবুল কাদের (৪০) ও গৌসস থান গ্রামের হানিফের ছেলে সুজন (৩০)। ২৪ জানুয়ারি রাতে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বাইপাস গোলচত্ত্বরস্থ বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলপুকুর গোল চত্বর থেকে ৪৯৩ বোতল ফেন্সিডিল, ১ টি ট্রাক, ৩০৩ সেফটি পাথরসহ মাদক ব্যবসায়ী সুজন, আবুল কাদের ও শাহীন রেজাকে হাতেনাতে গ্রেফতার করে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০