নিজস্ব প্রতিবেদক :
লাইসেন্স না থাকায় অনুমোদনহীন এসআরএম পলি ইন্ড্রাস্ট্রিজ নামের একটি অবৈধ কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে কারখানার মালিককে আরো ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন বালিকা মোড়ে অবস্থিত এ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসানের নের্তৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানাধীন বালিকা মোড়ে অবস্থিত এসআরএম পলি ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানাটিতে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পলি উৎপাদন চলছিল। অনুমোদন না পাওয়ার পরেও তারা এ কাজ গোপনে করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসানের নের্তৃত্বে কারখানাটিতে অভিযান চালানো হয়। কারখানাটির লাইসেন্স দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ইকবাল হাসান বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬ ধারা অনুযায়ী কারখানাটি সিলগালা করে দেন ও তিন মালিক রনি, মাসুদসহ ৩ জন কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান বলেন, বালিকা মোড়ে অবস্থিত পলি কারখানাটির অনুমোদন না থাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬ ধারায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে ও মালিক পক্ষকে আরো ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
খবর ২৪ ঘন্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০