নিজস্ব প্রতিবেদক :
পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহীতেও চলছে পরিবহন ধর্মঘট। রোববার সকাল থেকে শুরু হওয়া ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের কারণে রাজশাহী থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি এবং প্রবেশও করেনি। আর এই পরিবহন ধর্মঘটের কারণে যাত্রীরা পড়েছে বিপাকে। অনেক যাত্রীকে টামিনালেরর সামনে বসে থাকতে দেখা যায়। গতকাল ২৭ অক্টোবর দেশজুড়ে এ পরিবহণ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকাল থেকেই রাজশাহীর বাস টার্মিনাল থেকে কোন বাস দুরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে যায়নি ও শহরে প্রবেশ করেনি। বাস চলাচল না করায় নগরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। তবে না জানার কারণে অনেক যাত্রীকে বাস টার্মিনালের সামনে বসে থাকতে দেখা যায়।
ফাহিম নামের এক যাত্রী বলেন, আমার ঢাকা যাওয়া খুব জরুরী। কিন্ত ধর্মঘটের কারণে কোন গাড়ী পাচ্ছিনা। যেতে না পারলে ক্ষতি হয়ে যাবে। পরিবহন শ্রমিকরা কথায় কথায় ধর্মঘট ডাকে। আইনি বিষয় আইনের মাধ্যমেই মোকাবেলা করা উচিত। মানুষকে জিম্মি করা ঠিক নয়। আরেক যাত্রী বলেন, পরিবহন শ্রমিকরা ধর্মঘট ডেকে অন্যায় করেছে। তাদের কোন দাবি থাকলে তা আইনিভাবে মোকাবেলা করার আহবান জানান তারা। রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত এ পরিবহণ ধর্মঘট চলবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০