নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে পরকিয়ার জের ধরে স্ত্রীর হাত কেটে ফেলে দিয়েছে তার স্বামী। ওই গৃহবধূর নাম মিম (২২)। তিনি শেরপুর জেলার শ্রীহরদি থানার জুলফিকার আলী জুয়েলের স্ত্রী। আহতবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শিরোইল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত গৃহবধূ মিমের স্বামী জুয়েল নগরের বোয়ালিয়া থানায় নিজে গিয়ে আত্মসমর্পণ করে।
বোয়ালিয়া থানার ওসি তদন্ত নিত্যপন দাস জানান, স্ত্রী মিমের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ এসে তার স্বামী জুলফিকার আলী জুয়েল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তার শ^শুর বাড়িতে বটি দিয়ে ডান হাত কব্জি পর্যন্ত কেটে ফেলে। হাতটি পুরোই কেটে ফেলা হয়েছে। এরপর তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। তবে আসামী জুয়েল নিজেই বোয়ালিয়া থানায় এসে আত্মসমর্পণ করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে তিনি আরো জানান।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০