নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বর্নালী মোড়ে অবস্থিত আধুনিক মানের পদ্মা স্কুল এন্ড কলেজে শেখ রাসেল আইসিটি কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। আজ ৩০ জানুয়ারী শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি থেকে ফিতা কেটে ল্যাব উদ্বোধন করেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পদ্মা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন। প্রধান অতিথি স্কুলের শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে
পড়ালেখার পাশপাশি বাহ্যিক জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পাশাপাশি অভিভাবকদেরও তার সন্তানদের ঠিকমতো পড়াশোনা
প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করছেন অধ্যক্ষ ও কো-অর্ডিনেটর
হচ্ছেনা কিনা তা দেখভাল করার জন্য আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রিয়াল লাইফ ফাউন্ডেশনের চীফ এক্সিকিউটিভ অফিসার সাইদুল আহসান রিয়াল। সভা শেষে প্রধান অতিথি ফিটা কেটে শেখ রাসেল আইসিটি কম্পিউটার ল্যাব
উদ্বোধন করেন। আরো উপস্থিত ছিলেন, স্কুলের পরিচালক মাকসুদা ইয়াসমিন, পরিচালক ফাইন্যান্স আহমাদুল্লাহ আল গালিব, স্কুলের কো-অর্ডিনেটর সুলতানা মাহ্জাবীন, স্কুলের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবক এবং শিক্ষার্থীরা। পরে প্রধান অতিথি স্কুলটি ঘুরে দেখেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০