রাজশাহীতে পদ্মা সাধারণ গ্রন্থাগারের উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০১৭, ৬:০০ পি.এম
রাজশাহীতে পদ্মা সাধারণ গ্রন্থাগারের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর তালাইমারীতে পদ্মা সাধারণ গ্রন্থাগারের নতুন ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল নির্মাণ কাজের উদ্বোধন করেন।
রাসিক মেয়র বলেন, রাজশাহীতে প্রায় ৩০০ বছরের পুরাতন মঠগুলো সংস্কারের মাধ্যমে উন্নয়ন করা হচ্ছে। আলুপট্টি থেকে তালাইমারী পর্যন্ত ৮০ ফিট চওড়া চার লেনের রাস্তা পদ্মা গ্রন্থগারে পাশ দিয়ে নির্মাণের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
পদ্মা সাধারণ গ্রন্থাগারের সভাপতি মোঃ আবুল হাসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, আইনজীবী ফোরামের সভাপতি এরশাদ আলী ঈশা, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আখতারুজ্জামান ট্যানি, সাধারণ সম্পাদক আবু হানিফ, পদ্মা গ্রন্থাগারের সাধারণ সম্পাদক সাইদুর রহমান
আইয়ুব,র্ সাবেক কাউন্সিলর মোঃ মাসুদ, রাসিকের প্রধান প্রকৌলশী মোঃ আশরাফুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০