বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা রাজশাহী শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) রাজশাহী শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বেতার শিল্পী সংস্থা রাজশাহী শাখার সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ারুল ইসলাম বকুল, এটিএন বাংলার সাংবাদিক সুজা উদ্দিন ছোটন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব ও মাই টিভির সাংবাদিক শাহরিয়ার অন্তু, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক লেডলি মোহন মৈত্র, সহ-সভাপতি কাবেরী সরকার, সহ-সভাপতি তহিদুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পাল অলি ও সহ ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের নেতৃবৃন্দ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মানুষের মন জয় করাই হলো সফলতা। সেই সফলতাকে কাজে লাগাতে সৃজনশীল মনোভাবের মাধ্যমে সাংস্কৃতিক চর্চা আরো গণমুখী করতে হবে বলে অভিমত প্রকাশ করে। নেতৃবৃন্দ, রাজশাহীর সাংস্কৃতিক পরিধি আরো বিকশিত করতে সরকারি ও বেসরকারি সহযোগিতা অপরিহার্য বলে উল্লেখ করেন।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০