নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে প্রতারক চক্রের মূল হোতা ও এক দালালকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের হাতে আটককৃত প্রতারক হলো, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ফাজিলনগর গ্রামের মৃত রোকনুজ্জামানের ছেলে মিজানুর রহমান (৪২)। ২১ জুন সকাল ৮টায় নগরীর শাহমখদুম থানাধীন মহিলা পলিটেকনিকের সামনে থেকে আটক করা হয়। নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাহমখদুম থানাধীন মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে থেকে দীর্ঘদিন যাবত প্রাইমারী স্কুলের নিয়োগ পরীক্ষার বিভিন্ন প্রার্থীকে উত্তরপত্র সরবরাহ করা এবং
চাকুরী নিয়ে দেয়ার কথা বলে বিভিন্ন ভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা ও দালাল মিজানুর রহমানকে আটক করে। তার দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশী করে তার দখল হতে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় সেই মোবাইল ফোনে সহকারী শিক্ষক পরীক্ষা-২০১৮ পরীক্ষার প্রশ্নের উত্তর পাওয়া যায়, যা তিনি কয়েক জনকে সেন্ড করেন। কিন্তু প্রকৃত প্রশ্নপত্রের সাথে কোন মিল পাওয়া যায় নাই। আরো ১ টি মোবাইল এর ম্যাসেজ ইনবক্সে ব্যাংকে টাকা লেনদেনের প্রমাণ পাওয়া যায় এবং সহকারী শিক্ষক পরীক্ষা-২০১৮ এর প্রশ্নপত্রের ফটোকপি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর
২ টি ব্যাংক চেক, আসামীর নামীয় সোনালী ব্যাংক লিমিটেড, নওগাঁ বাজার শাখা সিরাজগঞ্জ এর একটি সঞ্চয়ী চেক বহি ও জনতা ব্যাংক লিমিটেড, চাটমোহর শাখা, পাবনা শাখার মের্সাস ফাইম এন্ড তামিম মৎস্য খামার নামীয় সঞ্চয়ী চেক বহি এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ২ টি প্রবেশ পত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে নগরীর শাহমখদুম থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০