নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখা আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহ্সান টিটু ও অনুষ্ঠানটি পরিচালনা করেন, সংগঠনের সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু। উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, মামুনার রশীদ, সাজিদ রওশন ঈশান, সাবান আলী দিলীপ,আবদুল ওয়াহাব প্রমুখ। প্রধান অতিথি ছিলেন, রাসিক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন।
সম্মানিত অতিথি থেকে বক্তব্য দেন, আরএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব অনির্বান চাকমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইকবাল বাদল, সেক্টর কমান্ডারস ফোরাম জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, ঋত্বিক ঘটক, ফিল্ম সোসাইটির সভাপতি ডা: এস এম এ জাহিদ, রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই এর আহবায়ক সাংবাদিক আসলাম উদ্দৌলা, রাজশাহী রক্ষা
সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সেক্টর কোমান্ডারস ফোরাম মহানগর সাধারণ সম্পাদক উজ্জল, নিরাপদ সড়ক চাই এর সদস্য ডা: রোকনুজ্জামান রিপন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান কাজল, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শিশু সংগঠক রজব আলী। বক্তারা সকলে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের দাবী জানান।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০