নিজস্ব প্রতিবেদক :
রাজধানী ঢাকার কুর্মিটোলায় বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে রাজশাহীতেও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরোপয়েন্টে দ্বিতীয় দিনের মতো শনিবার সকালে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে অবস্থান নেয়। সেখানে নগরীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অবস্থান করে নিরাপদ সড়কের দাবিতে প্ল্যাকার্ড হাতে স্লোগান দেয়।
এ সময় শিক্ষার্থীদের সাথে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়েন পুলিশের দুই কর্মকতা। একজন হলেন বোয়ালিয়া মডেল থানার এসি একরামুল হক ও অন্যজন হলেন মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসির।
তারাও শিক্ষার্থীদের সাথে ঐক্যমত পোষণ করে নিরাপদ সড়কের দাবি জানান। আর কিছু নয় নিরাপদ সড়ক চাই। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে স্বতপূর্ততা আরো বেড়ে যায়। বিশেষ করে রাজধানী ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের সাথে শিক্ষার্থীদের বৈরিতা মনোভাব থাকলেও রাজশাহীতে ভিন্ন চিত্র দেখা গেছে। উল্টো পুলিশ শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচী পালনে সহযোগিতা করেছে। যাতে শিক্ষার্থীদের আন্দোলনে কোন অপ্রিতীকর ঘটনা না ঘটে।
রাজশাহীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক লক্ষ্য করা গেছে। এখানে কোন অপ্রিতীকর ঘটনা ঘটেনি। এর আগে শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার দিক থেকে নগরীর জিরোপয়েন্টে জড়ো হতে থাকে। বিপুল পরিমাণ শিক্ষার্থী নিরাপদ সড়কের দাবি জানান। তার সাথে দুই পুলিশ কর্মকর্তাও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়েন। এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই ঘটনাস্থলে পুলিশ রয়েছে। শিক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারে সেজন্য পুলিশ সেখানে অবস্থান করছে। কোন অপ্রিতীকর ঘটনা যাতে না ঘটে।
খবর২৪ঘণ্টা/এমআর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০