নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-২ সদর আসনে বিএনপি কর্মীদের উপর ককটেল ছুঁড়তে গিয়ে সেই ককটেল নিজ হাতেই বিস্ফোরিত হয়ে শিশির নামের এক ওয়ার্কার্স পার্টির কর্মী আহত হয়েছে। রোববার সকালে ভোটগ্রহণের একপর্যায়ে রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম এলাকায় এঘটনা ঘটে। সে ওই এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে
আ’লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা শুরু হয়। এ সময় স্থানীয় ওয়ার্কার্স পার্টির কর্মী শিশির নামের এক কর্মী ককটেল ছুঁড়তে গিয়ে তার হাতেই ককটেল ফেটে যায়। এতে সে আহত হয়। পরে তাকে চিকিৎসা দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই ঘটনায় বিএনপির কর্মীও আহত হয়েছে বলে জানা গেছে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০