নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে নিউজ নেটওয়ার্কের উদ্যোগে ১২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সোমবার সকালে রাজশাহী পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়। মানবাধিকার রক্ষায় কাজ করা ব্যক্তিরা কর্মশালায় অংশ নিচ্ছেন। আয়োজনে সহায়তা করেছে ইউরোপিয় ইউনিয়ন। এ কর্মশালায় চারটি গ্রপে ১১৬ জন অংশ নেবেন। প্রতিটি গ্রপে থাকছেন ২৯ জন। একটি গ্রæপের কর্মশালা চলবে তিন দিন। প্রতিটি গ্রপে দুটি পত্রিকার দুইজন
সম্পাদক অংশ নিচ্ছেন। বাকি অংশগ্রহণকারীদের মধ্যে থাকছেন সাংবাদিক, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা এবং সমাজকর্মী। কর্মশালার প্রথম দিন আলাপ আলোচনা বা নিগোসিয়েশন, নিগোসিয়েশনের প্রকার, গুরুত্ব ও বিষয়বস্তু, অ্যাডভোকেসি ও লবিং এর মানবাধিকার ভিত্তিক পদ্ধতি, গুরুত্ব ও উপাদান, অধিকার, অধিকারধারী এবং দায়িত্ব বহনকারী বিষয়ে সেশান পরিচালিত হয়। সেশন পরিচালনা করেন, রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ বকুল। কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন, সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ। সার্বিক সহযোগিতা করেন, বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের রাজশাহী জেলা ককাসের সাধারণ সম্পাদক সাংবাদিক রিমন রহমান।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০