নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে নারীর স্বর্ণের জিনিস ও টাকা ছিনতাই করেছে তিনজন ছিনতাইকারী। শনিবার রাত ৮টা ১০ মিনিটের দিকে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী নগরীর রাজপাড়া থানাধীন ভেড়িপাড়া এলাকার কমল চৌধুরীর মেয়ে হাওয়া বেগম (৩২)। এ সময় তার সাথে তার ছোট বোন প্রেমা চৌধুরী ছিলো। এ বিষয়ে হাওয়া শনিবার রাত পৌনে ১০টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ছিনতাইয়ের কবলে পড়া নারী হাওয়া
বেগম জানান, শনিবার রাত ৮টার দিকে তার ছোট বোনসহ তিনি ঢাকা থেকে বাসযোগে রাজশাহী মহানগরীর শিরোইল বাসটার্মিনালে নামেন। এরপর সেখান থেকে বাবার বাড়ি ভেড়িপাড়া যাওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত রিক্সাযোগে রওনা দেন। রেলগেটের রাস্তায় কিছুদুর এগোতেই সুজুকি মোটরসাইকেলে আসা ৩ জন ছিনতাইকারী ওই নারীর কাছে থাকা ভ্যানেটি ব্যাগ টান দেন। এ সময় তিনি ব্যাগ না ছাড়লে তাদের উপুর্যপুরি টানে রিক্সা থেকে পড়ে যান। তিনি পড়ে গেলে ছিনতাইকারীরা
ব্যাগটি দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। তিনি আরো জানান, তার ব্যাগে এক জোড় স্বর্ণের ঝুমকা, আংটি ১৭ হাজার টাকা ও ১টি ৬ হাজার টাকা মূল্যের মোবাইল ছিলো। তিনি হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় দীর্ঘদিন পর অসুস্থ বাবার সাথে দেখা করার জন্য রাজশাহীতে এসেছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একরামুল হক বলেন, ছিনতাইকারীর কবলে পড়া নারী থানায় এসে বিষয়ে জানিয়ে লিখিত অভিযোগ করেছেন। ছিনতাই হওয়া জিনিসপত্র দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০