রাজশাহী মহানগরীতে রওশন আখতার (৫৮) নামের এক নারীকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী ২৩ মে বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। রওশন নগরের মহিষবাথান এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রেজানা গেছে, কলেজ শিক্ষক তারেক তার ননদের ছেলে। রওশন তার স্বামীর ওয়ারিশ সূত্রে পাওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা ও ঝিলিম ইউনিয়নে থাকা কিছু জমি বিক্রির জন্য বায়নামা নেন। বিষয়টি জানতে পেরে বিবাদী তাকে মোবাইল ফোনে কল দিয়ে জমি বিক্রি করা যাবে না বলে হুমকি দেয়। তাকে ছাড়াও বায়নামা করা লোকজনকে কল দিয়ে মোবাইল ফোনে হুমকি দেয়। এছাড়াও ১৫ মে রাতে অন্য একটি নম্বর থেকে কল দিয়ে তাকে হুমকি দেওয়া হয়। এ জন্য তিনি বিবাদীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য থানায় অভিযোগ করেন। সর্বশেষ বৃহস্পতিবার ফের হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী রওশন বলেন, আমাকে হুমকি-ধামকি দেওয়া হয়েছে। এ জন্য আমি থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার এসআই মানিক বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে। দুই পক্ষকে ডেকে মীমাংসার চেষ্টা করা হবে। মীমাংসা না করা গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসপির পরিচয়ে হুমকির বিষয়ে বলেন, এসপি পরিচয় দিয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০