নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় নারীকে যৌন হয়রানির অভিযোগে সাব্বির হোসেন নামের এক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার পর গত বৃহস্পতিবার রাতেই তাকে প্রত্যাহার করা হয়। ঘটনার সময় যৌন হয়রানির শিকার ওই নারী চিৎকার দিলে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয় ও তাকে ঘিরে রাখে। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই কন্সটেবল আরএমপির পবা থানায় কর্মরত। নগরীর লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় ওই কন্সটেবল বাসা ভাড়া নিয়ে
থাকেন। প্রত্যক্ষদর্শী একব্যক্তি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে লক্ষীপুর কাঁচা বাজার এলাকায় এক নারী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় কন্সটেবল সাব্বির ওই নারীর শরীরে হাত দেন। এ ঘটনার পর ওই নারীর চিৎকার দিলে স্থানীয় মানুষ অনেক নারী জড়ো হয়ে যায়। এরপর তারা তাকে মারধর করে। কিছুক্ষণ পরে খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ গিয়ে কন্সটেবলকে উদ্ধার করে। পুলিশ তাকে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে প্রাথমিক
চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, নারীর শরীরে হাত দেওয়ার অভিযোগে ওই কন্সটেবলকে থানা হেফাজতে নিয়ে পরে তাকে রাতেই প্রত্যাহার করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০