নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদীর সুইস গেট থেকে তিনটি অর্ধগলিত অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ অর্ধগলিত লাশগুলো উদ্ধার করে। তবে কারো পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা সুইস গেটে লাশগুলো ভেসে থাকতে দেখে চারঘাট থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশগুলো অর্ধগলিত। তাদের মুখাকৃতি ভালো করে বোঝা যাচ্ছে না। পুলিশের
ধারণা লাশগুলো উজান থেকে ভেসে এসেছে। ওই এলাকার কারো নয়। আশেপাশের জেলায় কোন নিখোঁজ ব্যক্তি রয়েছে কিনা সে ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে। কিভাবে তাদের মৃত্যু হলো এ নিয়েও চলছে গুঞ্জন।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম বলেন, চারঘাটের শাখা নদী বড়ালের সুইস গেটে
কচুরিপানার সাথে লাশগুলো ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধারের তৎপরতা শুরু করে। তাদের পরিচয় পাওয়া যায়নি। লাশগুলো উজান থেকে ভেসে আসতে পারে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধার ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০