নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ধারালো ছোরা ও পাইপসহ আরেফিন ইসলাম মুন (২৭) নামের এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ৭ অক্টোবর তাকে নগরীর বোয়ালিয়া থানাধীন উপশহর ৩ নং সেক্টর থেকে ধারালো ছোরা ও পাইপসহ আটক করা হয়। সে নগরীর বোয়ালিয়া থানাধীন কলাবাগান এলাকার বাসিন্দা।নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আমান উল্লাহ জানান, পুলিশের হাতে আটক মুন বড় মাপের ছিনতাইকারী। ছিনতাই করায় তার পেশা। বেশির ভাগ সময় সে জেলে থাকে। ইয়াবাসহ সব ধরণের নেশা করে। কলাবাগানে বাড়ি হলেও সে তার আরো ৩ জন সঙ্গী নিয়ে নগরীর উপশহর এলাকার একমি মেসে অবস্থান নিয়ে
মিটিং করতো। ভয়ে কেউ কিছু বলতোনা। সে জেল থেকে বের হওয়ার পর পুলিশ তাকে খুঁজছিলো। গ্রেফতারের দিন রাতে মুনসহ আরো ৩ জন ধারালো ছোরা ও পাইপ নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় পুলিশ তাকে আটক করে। বাকি ৩ জন পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ওসি আরো জানান, তার বিরুদ্ধে ছিনতাইয়ের অনেক মামলা রয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০