নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানার জামিরা দক্ষিণপাড়া এলাকায় ধানের চারা কেনাকে কেন্দ্র করে সোহেল রানা (৩৪) নামের এক কৃষককে বুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত ব্যক্তি বেলপুকুর থানার জামিরা দক্ষিণপাড়া এলাকার আনছার আলীর ছেলে। গতকাল রোববার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খুনের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে। এ ঘটনায় নিহতের বাবা আনছার আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ তথ্য নিশ্চিত করে
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা জানান, কৃষক সোহেল রানা ধানের চারা কেনার জন্য অন্য এক কৃষকের কাছে যায়। কিন্ত প্রতিপক্ষের শরিফুল নামের আরেক ব্যক্তি চারা কেনাবেচা নিয়ে তার সাথে দ্ব›েদ্ব জড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে বিরোধ হলে বসে মীমাংসা হয়। এরপর রোববার রাতে কৃষক সোহেল রানা বাড়ি ফেরার সময় শরিফুলসহ আরো কয়েকজন তাকে পথরোধ করে বুকেসহ শরীর অন্যান্য স্থানে ছুরিকাঘাত করে। এতে সোহেলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ওই মামলায় দুইজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০