নিজস্ব প্রতিবেদক: ধর্ষণ আইন সংশোধন করে নারী নিপীড়নকারী ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রাজশাহীতে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের পক্ষে মানববন্ধন ও গণসাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এসব কর্মসূচি পালন করা হয়।
সকালে নগরীর জিরো পয়েন্টে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে গণসাক্ষর কর্মসূচি শুরু করে। তারা দুপুর পর্যন্ত সেখানে অবস্থান করেন। এছাড়াও বাংলাদেশ নারী মুক্তি সংসদ, নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এসব কর্মসূচি থেকে সিলেটের এমসি কলেজ ও নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়ার দাবি জানানো হয়।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০