নিজস্ব প্রতিবেদক রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আজ শনিবার সকাল আটটায় বিভাগীয় শহর রাজশাহীতে স্বাস্থ্যবিধি মেনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম মখদুম (র) মসজিদে। এখানে রাজশাহী মহানগরীর বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ নামায
আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও রাজশাহী মহানগরীর বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। মহানগরের বাইরে জেলার নয়টি উপজেলা ও ১৪টি টি পৌরসভা এলাকার বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মহান আল্লাহতালার কাছে বিশেষ দোয়া করেন মুসল্লিরা। এছাড়াও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমানরা পশু কোরবানি দেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০