নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলায় দেড় হাজার ছাড়িয়েছে করোনাভাইরাস কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা। শনিবার রাজশাহী জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৫১২ জনে। আর এ পর্যন্ত মোট ৩২১ জন করোনা শনাক্ত রোগী সুস্থ হয়েছে। মৃত্যু হয়েছে ১৪ জনের। বিশেষ করে জুন মাস থেকে রাজশাহীতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। এরমধ্যে চিকিৎসক, নার্স, পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ রোগী নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। নিজ বাড়িতেই তারা চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন। তবে জেলার উপজেলাগুলো করোনা রোগীদের খোঁজখবর নেয়া ও ওধুষও সরবরাহ করা হয়। রাজশাহীর
দুটি ল্যাবে রাজশাহীসহ আরো কয়েকটি জেলার করোনার নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে একটি রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও অন্যটি রামেক হাসপাতালের পিসিআর ল্যাব। দুই ল্যাবে প্রতিদিন রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। ১৫১২ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ১১৫৬ জন, বাঘা উপজেলায় ৩৩ জন, চারঘাট উপজেলায় ৩৩ জন, পুঠিয়া উপজেলায় ২১ জন, দুর্গাপুর উপজেলায় ২২ জন, বাগমারা উপজেলায় ৩৯ জন, মোহনপুর উপজেলায় ৫৪ জন, তানোর উপজেলায় ৪৮ জন, পবা উপজেলায় ৯২ জন ও গোদাগাড়ী উপজেলায় ১৪ জন রয়েছে। এরমধ্যে ১৪ জন মারা গেছে ও ৩২১ জন
সুস্থ হয়েছেন এবং বাকি ১১৩৫ জন চিকিৎসাধীন রয়েছে। ১১২১ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন ও ১৪ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। শনাক্ত ১৫১২ জনের মধ্যে নগর এলাকায় শনাক্ত ১১৩৫ জন ও জেলায় ৩৩৪ জন। শুরু থেকে এ পর্যন্ত রাজশাহী জেলায় ২০৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। এখন আর কেউ হোম কোয়ারেন্টাইনে নেই।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০