নিজস্ব প্রতিবেদক : আজ ৬ জানুয়ারী শনিবার বিকালে রাজশাহী মহানগরীর দোসর মন্ডলের মোড়ে দৃষ্টি সাহিত্য সংসদের আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়। দৃষ্টি সাহিত্য সংসদের উপদেষ্টা মুকুল কেশরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেবেকা আসাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জয়তুনা খাতুন, মমতাজ মহল বুলবুলি, রোজালিনা সামআ, ফারুক আহমেদ, নাজমা রওশন কেয়া, নাফিজ ইমতিয়াজ করিম প্রমুখ। এর পরে দৃষ্টি সাহিত্য সংসদের সভাপতি মাহবুবা আহমেদ, সদস্য ড. শাজাহান করিম এর মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের পেশ ইমাম আব্দুল ফাত্তাহ। এরপরে দৃষ্টি সাহিত্য সংসদের ২০২১-২২ বছরের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে উপদেষ্ঠা হন
অধ্যাপিকা রাশেদা খালেক, প্রফেসর ড. অনীক মাহমুদ, প্রফেসর শিরিন সুফিয়া খানম, মুকুল কেশরী, ফারুক আহমেদ, কাজী আসাদুর রহমান টিটু, দেওয়ান মোহাম্মদ শামসুজ্জামান, হামিদা হক, ড. মাজেদা খাতুন ও মো: হামিদুল ইসলাম। সভাপতি হন ড. উষা রানী সরকার। সহসভাপতি যথাক্রমে শেরিনা সরকার রোজী, অচিন্ত্য কুমার সরকার, জায়তুনা খাতুন, ড. মাসুমা খানম ও সিরাজুম মুনির জয়। সাধারণ সম্পাদক হন রেবেকা আসাদ। যুগ্ম সম্পাদক ফেরদৌস নেক পারভীন। সহ-সাধারণ সম্পাদক শাকিয়া হায়দার শাহী, মুনাওয়ারা সুলতানা, সেলিনা পারভীন রুমা। কোষাধ্যক্ষ রোজালিনা সামআ। সাংস্কৃতিক সম্পাদক সুস্মিতা দাস, সহসাংস্কৃতিক
সম্পাদক এজাহারুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক হৃদয় রনি, প্রচার সম্পাদক সোহেল মাহবুব, দপ্তর সম্পাদক মাফরুহা ্আকতার উর্মি, সহ দপ্তর সম্পাদক বুরহানুল ইসলাম, নির্বাহী সম্পাদক জাকিয়া তরফদার, মেহবুব ইসলাম রহমত, মাহফুজা পুতুল, মেহজাবিন, ইভা চট্টোপাধ্যায়, মোজাম্মেল হক, আবু নাসের তারেক, রজব আলী, আমিন মোহাম্মদ, সোহেল রানা জীবন ও হোসনে আরা ছবি।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০