করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসক আব্দুল জলিল সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে দুই’শ জন দৃষ্টি প্রতিবন্ধীর হাতে আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ (টাকা) ও চেক তুলে দেন। শহিদ পরিবারের ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীর প্রত্যেককে দুই হাজার টাকার চেক এবং অপর এক’শ জনকে নগদ অর্থ
হিসেবে এক হাজার টাকা করে প্রদান করা হয়। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। করোনাকালে এ ধরনের সহযোগিতা পেয়ে উপকারভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০