নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত আ’লীগ নেতা রাজাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। তিনি আইসিইউ এর ৯ নং বেডে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার উন্নতি না হয়ে অবনতি হলে তাকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আ’লীগ নেতা রাজা ও সুজন পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়। এরমধ্যে রাসেলসহ তিনজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজার
ভাই রাসেল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মৃত্যুবরণ করে। এ ঘটনায় ওই দিন রাতেই রাসেলের ভাই মনোয়ার হোসেন রনি বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ আরো ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে নগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০