নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ টেনিস ফেডারেশন ও জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের যৌথ উদ্যোগে দুই দিন ব্যাপী টেনিস প্রতিভা অন্বেষণ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান।
প্রশিক্ষণরত খেলোয়াড় ও নগরীর বিভিন্ন স্কুলের ১০০ ছাত্র-ছাত্রী এতে অংশ নিচ্ছে। বাংলাদেশ টেনিস ফেডারেশন থেকে কর্মকর্তা ও কোচসহ টেনিস প্রতিভা অন্বেষণ কোর্সটি পরিচালনা করবে। আরো উপস্থিত ছিলেন, জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আককাশ আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০