রাজশাহী মহানগরীতে দুটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তর। নগরীর ট্রাক টার্মিনাল ও স্বচ্ছ টাওয়ার এলাকায় এই দুটি বাসে সকাল সাতটার দিকে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে টার্মিনালে রাখা একটি বাসের সম্পূর্ণ সিট এবং আরেকটি বাসের কয়েকটি সিট আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছাই তেমন বেশি ক্ষয়ক্ষতি হয়নি।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান বাসে আগুন দেয়া হয়েছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। তবে দুটি বাসের মধ্যে একটি সম্পূর্ণ ফিট এবং একটি কয়েকটি সিট আগুনে পুড়ে যায়।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী ট্রাক টার্মিনালের ভেতর দাঁড়িয়ে থাকা দুটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সকালে কে বা কারা এই ঘটনা ঘটায়। পরে ফায়ারসার্ভিস কর্মীরা ও পুলিশ সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টায় দিকে টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা দুটি বাসের মধ্যে একটিতে আগুন দেয় দুর্বৃত্তরা পরে একটি বাস পুরোটাই পুড়ে গিয়ে অন্যটিতেও আগুন ধরে আংশিক পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আটক করা যায়নি কাউকেই। পুলিশের ধারণা হরতালের নামে নাশকতা সৃষ্টি করতেই এই আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় শাহ মখদুম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০